সমাজের আলো : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি মা-বাবার আর্শিবাদ-১২’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখেন সমুদ্রে টহলরত কোস্টগার্ডের সদস্যেরা। এ সময় কোস্টগার্ড সদস্যেরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই ট্রলারটি জব্দ করেন।কোস্টগার্ড জানায়, ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলেকে পাওয়া গেছে। তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে মোংলায় আনার পর তাদের থানা পুলিশে হস্তান্তর করা হবে।




Leave a Reply

Your email address will not be published.