সমাজের আলো : সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পলাশপোল চৌধুরীপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মো. মুনসুর রহমান। সভার শুরুতে নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন।

করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় অনলাইন প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি এবং সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে কমিটির সকলে একমত পোষণ করেন।

সকল ভেদাভেদ ভুলে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে আলোচনায় সর্ব সম্মতিক্রমে প্রস্তাবিত খসড়া ‘সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের গঠনতন্ত্র’ এর অনুমোদন, কল্যাণ তহবিল গঠন, ব্যাংক একাউন্ট খোলা, বিভিন্ন উপ-কমিটি গঠন, বার্ষিক বনভোজন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. বায়েজীদ হাসান, অর্থসম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামান রেজা, মোমিনুর রহমান, আশিকুজ্জামান খান প্রমূখ। এসময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. আহাজ উদ্দিন, দৈনিক নতুন সময়ের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন




Leave a Reply

Your email address will not be published.