১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। মহান বিজয় দিবস উপলক্ষে আমি সবাইকে জানাই
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিনম্রচিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে চুড়ান্ত বিজয় অর্জন করে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী
বীর শহিদদের এবং দুই লক্ষ সম্ভ্রমহারা মা-বোনদের যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে, যাঁরা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন।
আমাদের জাতীয় ইতিহাসে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বিজয় যেমন আমাদের স্বকীয়তা দিয়েছে, তেমনি
দিয়েছে স্বাধীন ও সার্বভৌম দেশ, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সাফল্য অর্জিত হচ্ছে সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ
প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, কৃষির উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, বিদ্যুৎ ও
জ্বালানির উন্নয়ন, তথ্যপ্রযুক্তির বিকাশসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও অর্থবহ করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব একযোগে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের বিপুল মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তির সার্থক ব্যবহারের
মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতিতে অগ্রসর বাংলাদেশের অন্যতম পথিকৃৎ জেলা। সুদীর্ঘ ইতিহাসে এ
জেলার অনেক গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কৃতির বিকাশে অনেক গুরুত্বপূর্ণ অবদান
রেখেছেন। সাতক্ষীরার এই গৌরব সমুন্নত রাখতে হলে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব অবস্থান থেকে দেশ গঠনে একযোগে কাজ
করতে হবে। মহান বিজয় দিবসের প্রাক্কালে বীর মুক্তিযোদ্ধাগণ ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ ও সাতক্ষীরার সর্বস্তরের
জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
জয় বাংলা।
জেলা প্রশাসক
সাতক্ষীরা




Leave a Reply

Your email address will not be published.