যশোর অফিস : প্রতারণা মূলকভাবে বাল্য দিয়ে আটকে রেখে টাকা দাবির অভিযোগে আইনজীবী সহকারী সমিতির সদস্য কায়েম আলীসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার যশোর শহরতলীর বিরামপুর গ্রামের জাফর আলীর ছেলে আইনজীবী সহকারি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, যশোর সদর ফতেপুর গ্রামের মৃত হানেফ মোল্যার দুই ছেলে আইনজীবী সহকারী কায়েম আলী ও সাইদুল ইসলাম, আহাদ উল্লাহর ছেলে সেলিম হোসেন এবং দ্বীন মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম শিমুল।


মামলার অভিযোগে জানা গেছে, আসামি কায়েম আলী ও আব্দুল্লাহ আল মামুন যশোর আদালতে আইনজীবীর সহকারি হিসেবে কাজ করেন। সেই সুবাধে তাদের পরিচয় এবং সুসম্পর্ক রয়েছে। কায়েম আলী তার এইচএসসি পড়–য়া পুতনিকে বিয়ের প্রস্তাব দেন মামুনকে। মামুন তার কথা রাজি হয়ে মেয়ে দেখতে যান। মেয়ে দেখে ছোট মনে হওয়ায় মামুন বিয়ের করতে রাজি হয়নি। এ কথা শুনে কাইয়ুম আলীসহ অন্যরা জাল কাগজপত্র তৈরী করে হোসেন কাজীকে ডেকে মামুনের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে মামুন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে সংসার করার কথা বলার তার উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়। মেয়ের বয়স ১৮ পূর্ণ হলে তার বাড়িতে পাঠাবে বলে জানিয়ে দেয়। এ ঘটনা দিয়ে কায়েম আলী প্রায় মোবাইল ফোনে মামুনের কাছে আড়াই লাখ টাকা দাবি করে হুমকি দিচ্ছে। গত ২২ মার্চ বিকেলে কায়েম আলী কৌশলে মামুনকে আসামি সাইদুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে আড়াই লাখ টাকা দাবি করে। পরে মামুন মোবাইল ফোনে বাড়ির লোকজনদের জানালে তারা ওই বাড়িতে যেয়ে মামুনকে উদ্ধার করে। বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.