সমাজের আলো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় হঠাৎ কয়েকটি বাসে কারা আগুন দিয়েছে সেগুলোর অডিও রেকর্ড ও ছবিসহ সব তথ্য-প্রমাণ রয়েছে। বিএনপি বলছে, সরকারি এজেন্ট না কি বাসে আগুন দিয়েছে। আমরা ক্ষমতায় আছি, নিজেরা আগুন দিয়ে কেন বদনাম নেব? মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া তো আমাদের দায়িত্ব। বাসে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজও রয়েছে আমাদের কাছে। ছবিও আছে। একেবারে পরিষ্কার। সুযোগ থাকলে সেগুলো দেখাতাম। বিএনপির মিছিল চলে যাওয়ার পর গ্যাসলাইট দিয়ে কয়েক জন বাসে আগুন ধরিয়ে দেয়। বিএনপি নিজেরা আগুন দিয়ে সংসদে এসে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, যেটিকে বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। বাসে আগুন দেওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের দেওয়া বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হারুনের বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠক মুলতবি করার কথা বলছিলেন। এ সময় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, বাসে কারা আগুন দিয়েছে সব রেকর্ড রয়েছে। সেটা আমি এখানে শুনাব। টেকনোলজি অনেক এগিয়ে গেছে। টেকনোলজি কথা বলবে। এর পর প্রধানমন্ত্রী নিজের মোবাইল ফোনে থাকা একটি অডিও রেকর্ড বাজিয়ে শোনান। তাতে একজনকে বলতে শোনা যায়, “গাড়ি পোড়ায়ে ফেলছে..। অপরদিক থেকে নেতা গোছের কাউকে জানতে চাইতে শোনা যায়, কোথায় পোড়াইছে। এর পর নেতা জানতে চান, কয়টা গাড়ি পোড়াইছে। বলা হয় একটা। খবরদাতা ঐ নেতাকে বলেন, পুলিশ, র্যাব, সাংবাদিক সব আইছে। শনি বা রবিবার আমি আপনার সঙ্গে দেখা করব, কথা ছিল, আসতে হবে। নেতা বললেন, ঠিক আছে।” প্রধানমন্ত্রী এই অডিও রেকর্ড বাজানোর পর উপস্থিত সরকারদলীয় সদস্যরা টেবিল চাপড়ে তাকে ধন্যবাদ জানান।




Leave a Reply

Your email address will not be published.