সমাজের আলো:  বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-(দুদক)। সোমবার (০১ মার্চ) সকালে দুদকে হাজির হলে উপ পরিচালক সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিএনপির এই নেতা জানান, দুদকের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। এর আগে, দুই দফায় তলব করলেও হাজির হননি বিএনপির এই নেতা। তার বিরুদ্ধে অবৈধে সম্পদ অর্জন ও মুদ্রা পাচার ছাড়াও বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগে, দুদকের দুই তলবী নোটিশ চ্যালেঞ্জ করে আমির খসরু আদালতে গেলে তা আদালত খারিজ করে দেন। ২০১৮ সালের অক্টোবরে আমির খসরু ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।




Leave a Reply

Your email address will not be published.