সমাজের আলো : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায়
ময়মনসিংহ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ জাতীয় পরিষদের সদস্য জেলার সভাপতি শিবলী সাদিক খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আলোচনা অনুষ্ঠানে জাতীয় পরিষদের সদস্য জেলার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পরিষদের সদস্য ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা সভাপতি সাইদুর রহমান বাবুল, জেলা বিএমএসএফ সহসভাপতি আজহারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আকন্দ, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম রহিমুজ্জান খান রোকন, সুমন চন্দ্র ঘোষ, আবুল হোসেন পাশা, আতাউর রহমান,মোহাম্মদ আলী, আবুজর গিফারী জাফর, মোশারফ হোসেন জুয়েল, নিহার রঞ্জন কুন্ডু প্রমুখ।নেতৃবৃন্দ বলেন, গত ২৫ জানুয়ারি বিকালে পুরানা পল্টনের বিএমএসএফের কার্যালয়ে কেন্দ্রীয় সভা চলাকালে সিনিয়র ক্রাইম রিপোর্টার সাঈদুর রহমান রিমনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা, অফিসের আসবাবপত্র ভাংচুর ও জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় এবং বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্হা গ্রহণের আহবান জানান।অপরদিকে বিএমএসএফ’র সরকারী নিবন্ধন নং ০৬/২০২২ প্রাপ্ত হওয়ায় জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক আহমেদ আবু জাফরকে ময়মনসিংহ জেলা বিএমএসএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।অতপর সাংবাদিকদের উপস্থিতিতে অসহায় দরিদ্রদের মাঝে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.