হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে সাবেক চেয়ারম্যান দায়িত্ব বুঝে না দিয়ে তালবাহানা’র অভিযোগ, ইউপি চত্ত্বরে প্যান্ডেল করে নাগরিক সেবা দিচ্ছেন অস্থায়ী অফিসে নব নির্বাচিত চেয়ারম্যান। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়নে ঘটেছে।

সরেজমিন সূত্রে জানাগেছে, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন মোবাইল ফোন বন্ধ রেখে বর্তমানে লাপাত্তা আছেন। তিনি দায়িত্ব বুঝে না দেওয়ায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ইউনিয়ন পরিষদের সামনে অস্থায়ী কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। এসময় পরিষদের সকল সদস্য সদস্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান। সকাল ৯ টা থেকে তিনি অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আশা জন সাধারণের মাঝে নাগরিক সেবা প্রদান করেন। বেলা ২ টায় তিনি স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে পরিষদের বর্তমানের হাল অবস্থা সম্পর্কে অবহিত করেন। তাছাড়া তিনি ইউনিয়ন পরিষদের জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝে না পাওয়া, পরিষদের সার্বিক পরিবেশ নোংরা অস্বাস্থ্যকর ও ব্যবহার অনুপোযোগী দাবী করে পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সাথে কথা বলার চেষ্টায় মোবাইল নম্বরে কলদিলে তা বন্ধ থাকায় সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published.