সমাজের আলো : ময়মনসিংহের হালুয়াঘাট সূর্যপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত ৪টার দিকে উপজেলার সূর্যপুর ডুমনিকুড়া সীমান্ত এলাকার (পিলার নং-১১২৯-৪-এস) বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত চোরাকারবারি রাংসী সাউথ গারো হিলস রাংসাপাড়া এলাকার জন এন মারাকের ছেলে থ্রিডিয়ন মোমিন (৪৬)। তার সঙ্গে থাকা ভারতীয় ন্যাশানাল আইডি কার্ডে এ তথ্য পাওয়া যায় বলে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তৌহিদ মাহমুদ। জানা যায়, সোমবার রাতে টহলের সময় হালুয়াঘাটের সুর্যপুর সীমান্তে ডুমনিকুড়া এলাকায় একটি একাশি বাগানে ১০ থেকে ১১ জনের একটি দল ঘুরাফেরা করতে দেখে, তাদের চ্যালেঞ্জ করে সূর্যপুর বিওপি’র বিজিবি সদস্যরা। তখন তারা বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এতে বিজিবি’র এক সদস্য আহত হন।




Leave a Reply

Your email address will not be published.