সমাজের আলো : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপেও প্রাণহানি এড়ানো যায়নি। এই ধাপে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোটের দিন সহিংসতায় নীলফামারীতে একজন বিজিবি সদস্যসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৩০টি কেন্দ্রে। গুলি ও ককটেল বিস্ফোরণ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনাও ঘটেছে।তবে নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচনের মডেল হিসেবে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে।ইসির পক্ষ থেকে জানানো হয়, এক হাজার ইউপি এবং ৯টি পৌরসভায় ভোটগ্রহণের কথা থাকলেও চট্টগ্রাম জেলার ১৪টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হয়নি। বাকি ৯৮৬টি ইউপিতে প্রাথমিক হিসেবে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। এ ছাড়া ভোটকেন্দ্র প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২১টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া কেন্দ্রে গতকাল রাত সাড়ে ৯টার দিকে পিটিয়ে বিজিবির নায়েক রুবেল হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্রের ঘোষিত ফল প্রত্যাখ্যান করে লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্য রুবেল কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নেন। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা তাঁকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় পুলিশের গাড়ি ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি চালায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে রাত ১১টার দিকে পুলিশ এসে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে।প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বলেন, হামলায় তিনি নিজে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কয়েকজন পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।




Leave a Reply

Your email address will not be published.