সমাজের আলো :  নারায়ণগঞ্জ শহরের দেওভোগের আখড়া এলাকায় বৃহস্পতিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা হলেন মনি রানী ঘোষ (৩৫), বাসন্তী রানী ঘোষ (৪০) ও বিমলা রানী ঘোষ (৫৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। নগরীর দেওভোগ আখড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাড়ির তিন জা বৃষ্টির সময় কাজ করছিলেন। বাড়িতে প্রবেশের কলাপসিবল গেট পরিষ্কার করতে গিয়ে বড় জা বিমলা রানী ঘোষ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে দুই জা বাসন্তী রানী ঘোষ এবং মনি রানী ঘোষ ঘরের থালাবাসন পরিষ্কার করছিলেন। এ দৃশ্য দেখে একে একে বিমলা রানী ঘোষকে বাঁচাতে ছুটে আসেন দুই জা মনি রানী ঘোষ ও বাসন্তী রানী ঘোষ। বিমলা রানী ঘোষকে বাঁচাতে গেলে দুজনই বিদ্যুায়িত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বিদ্যুতের খুুঁটি থেকে বাসা বাড়িতে নেয়া সার্ভিস লাইন লিকেজ হয়ে বা তার ছিঁড়ে কলাপসিবল গেটের ওপর পড়লে গেটটি বিদ্যুাতায়িত হয়ে পড়ে। এ কারণেই তিনটি তাজা প্রাণ মুহূর্তেই ঝরে পড়ে।

তাদের কোন অভিযোগ না থাকা তিনজনের লাশ বিনা ময়নাতদন্তেই সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published.