যশোর প্রতিনিধি : পদ না পেয়ে মহিলা আওয়ামী লীগের পদবঞ্চিতরা সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলেন,৩০ লাখ টাকা দিয়ে পদ কিনতে হয়েছে। পদ নিতে হলে টাকা দিতে হয়।সভাপতি পদে ৩০লাখ,সাংগঠনিক সম্পাদক পদের জন্য ২ লাখ এবং প্রচার সম্পাদকের পদের জন্য ১ লাখ টাকা দিতে হবে। যশোর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লাইজু জামানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন, সংগঠনটির কাঙ্খিত পদ না পাওয়া কিংবা পদ বঞ্চিতরা। জেলা মহিলা লীগের সদস্য প্রকাশিত ৯১ সদস্যের এই কমিটিতে সরকারি চাকুরীজীবী থেকে শুরু করে আওয়ামী ঘরোনার বাইরের অন্তর্ভূক্ত করা হয়েছে এমন অভিযোগ পদ তাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসিমা সুলতানা মহুয়া। তিনি বলেন, মোটা অংকের টাকায় বিনিময়ে, যোগ্য,ত্যাগীদের বাদ দিয়ে, রাজনীতির সাথে নুন্যতম সম্পর্ক নেই, কাজের মহিলা, গাড়ী চালকের স্ত্রীকে এমন ব্যাক্তিদের এই কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেত্রীদের ভুল বুঝিয়ে পকেট কমিটি করে জেলা মহিলা আওয়ামীলীগকে ট্রেড ইউনিয়নে রূপান্তরিত করা হয়েছে। নাসিমা সুলতান মহুয়া বলেন, কমিটির সহসভানেত্রী হোসেনে আরা হেনা ফেরদেীসী আরা শরীফকে ইতিপূর্বে কোন রাজনৈতিক কর্মকান্ডে দেখা যায়নি। তাদেরকে কেউ চেনে না। আরেক সহসভানেত্রী সালমা ইকবাল সাধারণ সম্পাদিকার ভাইয়ের স্ত্রী বলে তাকে ওই পদে অর্ন্তভূক্ত করা হয়েছে। সহসভাপতি রোকেয়া বিশ্বাস তার কন্যা প্রচার সম্পাদিকা রোমানা বিশ্বাসকে কেউ চেনে না। সেটেলমেন্টে চাকুরিরত মমতাজকে এই কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। কমিটির সভানেত্রীর গাড়ী চালকের স্ত্রী শিরিন বেগমকে সম্পাদক মন্ডলীতে রাখা হয়েছে। সাধারণ সম্পাদিকার কাজের মহিলা ফেরদেীসী বেগম সুন্দরী ও তার ছেলে বান্ধবী লাইলী তাসমিন রানীকে কমিটির গুরুত্বপূর্ন পদে বসানো হয়েছে।আওয়ামী পরিবারের বাইরে থেকে জেসমিন আরা লাকিকে সহ সভানেত্রী, নাদিরা ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদিকা,সালমা পারভিন কেয়া ও দিল আফরোজ ইতিকে যুগ্ম-সম্পাদিকা, ফারহানা রহমানকে দপ্তর সম্পাদিকা, গৃহিনী পরিনিতা দাস এবং শাহনাজ মুন্নিকে সহসভানেত্রী করা হয়েছে। যারা ইতিপূর্বে দলে কোন পদ পদবীতে ছিলেন না। কমিটির অনেকে যশোরে থাকেন না। এই কমিটির মধ্য দিয়ে ত্যাগীদের রাজনীতির করব রচনা করা হয়েছে। তিনি অবিলম্বে কমিটিতে ব্যাপক রদবদলের মাধ্যমে যোগ্য ও ত্যাগীদের অর্ন্তভূক্ত করার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে কমিটির নির্বাহী সদস্য শিমু চেীধুরী বলেন, আমাকে টাকার জন্য কাঙ্খিত পদ থেকে বঞ্চিত করা হয়েছে। সভানেত্রী আমাকে বলেন, আমি ৩০ লাখ টাকা দিয়ে পদ পেয়েছি। সাংগঠনিক সম্পদক নিতে হলে ২ লাখ এবং প্রচার সম্পাদকের জন্য ১ লাখ টাকা দিতে হবে। সভানেত্রীর স্বামী আমাকে হুমকি দিয়ে বলেন,পদ নিয়ে খুশি না হলে পুলিশ দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেব। শিমু চেীধুরী আরো বলেন,কাঙ্খিত পদ না পেলে আমরা যারা রাজপথে ছিলাম, তারা আর রাজপখে থাকবো না।ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। এসময় উপস্থিত ছিলেন,শাহিদা বেগম, রোকেয়া আক্তার,রোকসানা আরা ডলি, করুনা,ফজিলা বেগম প্রমুখ। সভানেত্রী লাইজু জামানেরর সাথে মুঠো ফোনে বথা হলে তিনি সাংবাদিকদের বলেন,সংবাদ সন্মেলন তাদের করা অভিযোগ হুলো অসত্য, ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, পদ নিয়ে টাকা পয়সার যে অভিযোগ করা হয়েছে সব ভিত্তিহীন।




Leave a Reply

Your email address will not be published.