তালা প্রতিনিধি : ধার-দেনার টাকায় সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় সিঙ্গাপুর পাড়ি জমাতে চেয়েছিলেন মেহেদী হাসান (২৫)। সোমবার (১৩ সেপ্টম্বর) ফ্লাইট যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা। বাড়িতে গোছগাছ চলছে, সব কিছু গুছিয়ে রবিবার ঢাকায় যেতে হবে।

আর মাত্র একদিন বাকী, তাই তাড়াহুড়া করে বাড়ির একটি বৈদ্যুতিক সাইড লাইনের তার অপসারণে করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয় মেহেদী হাসানের। ঘটনাটি ঘটেছে, শনিবার (১০ সেপ্টম্বর) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে। মেহেদী হাসান জেঠুয়া গ্রামের সামাদ শেখের ছেলে। প্রতিবেশি লাভলুর রহমান জানান, সিঙ্গাপুর যাওয়ার জন্য রবিবার ঢাকায় যাওয়ার কথা ছিল মেহেদীর। শনিবার সকালে বাড়িতে বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেহেদী হাসানের ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। যাওয়ার মাত্র দুদিন আগেই তার এই অকাল মৃত্যু দুঃখজনক। .
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published.