সমাজের আলো : ‘বেকউইথ উইডিমান সিন্ড্রোম’ রোগে ভুগছে তিন বছরের শিশু ওভন থমাস। বিরল এই রোগের নাম অনেকেই হয়তো এর আগে শোনেননি। এই রোগের ফলে আক্রান্ত ব্যক্তির শরীরের কিছু অঙ্গ আকস্মিক লম্বা হতে শুরু করে। চিকিৎসকদের মতে, প্রতি ১৫ হাজারের মধ্যে একজন শিশুর এই রোগ হয়। ওভনের ক্ষেত্রে এই রোগ দেখা দিয়েছে তার জিহ্বায়। তার জিহ্বাটি অন্যান্য শিশুদের তুলনায় চারগুণ বড়। যে কারণে সমস্যায় পড়েছেন তার বাবা-মা। যখন ওভনের জন্ম হয় তখন এই বিষয়টি চিকিৎসকরাও বুঝতে পারেননি। তারা জানিয়েছিলেন, খুব সম্ভবত, জিহ্বা ফুলে যাওয়ায় এমনটা হয়েছে। কিন্তু পরীক্ষা করার পর দেখা যায়, ওভন ‘বেকউইথ উইডিমান সিন্ড্রোম’ রোগে আক্রান্ত।




Leave a Reply

Your email address will not be published.