যশোর অফিস :  মুক্তিযুদ্ধে সংগঠক, বিশিষ্ট কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টুর আজ ৭০তম জন্মদিন। ১৯৪২ সালে ৩০ ডিসেম্বর যশোর সদরের বেনেয়ালি গ্রামের মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। ৭ ভাই ও ২ বোনের মধ্যে তিনি চতুর্থ। আমিরুল ইসলাম রন্টুর পিতা আব্দুল গফুর তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। ভাষা সৈনিক আমিরুল ইসলাম রন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে বিএপাশ করে একই কলেজে আইনে ভর্তি হন। তিনি ১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের যশোর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি চুড়ামনকাটি ইউনিয়নে বার বার নির্বাচিত চেয়ারম্যান এবং চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি একাধানে কবি, কলামিস্ট। তিনি সৃজনশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন। বিদ্রোহী সাহিত্য পরিষদের একজন সম্মানিত সদস্য। তার জন্মদিনে বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মো: সামসুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না অভিনন্দন জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.