সমাজের আলো : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ২৯৫ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৫১ লাখ ৬৩ হাজার ৩৪ জন।আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৩৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ২২৯ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৫৩৯ জন।




Leave a Reply

Your email address will not be published.