সমাজের আলো : আশা রানী। সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবন শুরু করেছেন। তিন ভাইবোনের মধ্যে আশা তৃতীয়। পরিবারের সঙ্গে ঢাকার ফার্মগেট এলাকায় থাকেন। স্কুল জীবনে পড়াশোনার মধ্যে আগ্রহ থাকায় বাবা-মা তাকে স্মার্টফোন কিনে দেননি। তবে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল ও অনলাইনে ক্লাসের জন্য বাবা-মা তাকে একটি স্মার্টফোন কিনে দেন। স্মার্টফোন পেয়ে আশা ফেসবুক আইডি খোলেন। ফেসবুক প্রোফাইলে তার একটি ছবিও দেন।আইডি খোলার সঙ্গে সঙ্গে বন্ধু তালিকায় যুক্ত হয় পরিচিত-অপরিচিত অনেকেই। করোনাকালে স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসের পাশাপাশি ফেসবুকেও সময় দিতেন আশা। কিন্তু ফেসবুক আইডি ব্যবহারের তিন মাসের মাথায় আশাকে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় এক পর্যায়ে তিনি কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যান। ফেসবুকে তার সঙ্গে ঘটে যাওয়া অপমান থেকে তিনি নিরুদ্দেশ হতে চেয়েছিলেন। এজন্য ঘর ছাড়ার কথা জানিয়ে ছিলেন। পরে অবশ্য স্বজনদের অভয় পেয়ে তিনি বাসায় ফেরেন।

ফেসবুকে ভুয়া আইডি’র ফাঁদে পড়ে আশার মতো বহু নারী এমন দুর্ভোগ আর যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন সার্ভিসের তথ্য অনুযায়ী গত এক বছরে এমন প্রায় ১৭ হাজার নারী ফেসবুকে প্রতারণা বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে প্রতিকার চেয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.