সমাজের আলো : বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ উপলক্ষে বুধবার খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশনের উদ্যোগে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ড. মোর্শেদা চৌধুরী। তিনি তার বক্তব্যে মায়ের দুধের উপকারিতা এবং তার বিপরীতে বিভিন্ন ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য ও গুড়া দুধের ক্ষতিকর দিক তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন এর সেক্রেটারি ড. সাহেদ রহমান। সমাপনী বক্তব্য রাখেন ব্র্যাকের কর্মসূচি প্রধান ড. আয়েশা সিদ্দিকা।সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ,




Leave a Reply

Your email address will not be published.