ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:দীর্ঘ ২০ বছর যাবৎ বিনা বেতনে ৬জন শিক্ষকের অপেক্ষার পর এবার শিক্ষার্থী ও বিদ্যালয়ের পাঠদানের মান বিবেচনা করে সাতক্ষীরা কলারোয়ার সাকদাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত করেছে সরকার৷ এ বিদ্যালয়ে ৬ জন শিক্ষক ও ২৫০ জন শিক্ষার্থী রয়েছে৷

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে সাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল আলম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা, ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাকদাহ ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ফরিদুজ্জামান খান প্রমূখ৷

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ঘুষ বানিজ্যকে সরকার প্রাধান্য দেয়না বরং প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদানের আন্তরিকতা শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান বিবেচনা করে সরকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করনসহ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ করে দিচ্ছে৷ গত ৬ জুলাই কালারোয়া উপজেলার ডিএম নাসির উদ্দীন দাখিল মাদ্রাসা, ফাতিমা বেগম নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেড়াগাছি মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাটরা মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হয়েছে৷

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মফিজ উদ্দিন মুফতি, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আহাদ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাসারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হাসানসহ বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এলাকার গণ্যমান্য রাজনৈতিক অঙ্গসংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ৷

ছবি ক্যাপশন: বিশ বছর পর এমপিও ভুক্ত হওয়া সাকদাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.