ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পোড়াকাটলা গ্রামের বৃদ্ধ আব্দুল আজিজ গাজী পিতাঃ মৃত আব্দুল লতিফ গাজী তিনি গত ২ মাস যাবত পেটের রোগে ভুগছিলেন হঠাৎ করে গত ২৩-৮-২০২০ তারিখে রাতে প্রসাব বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার অপারগতা প্রকাশ করলে, শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেলে নল পরিয়ে প্রসাব করানো হয় পরবর্তিতে ডাক্তার বলেন এভাবে ১৫ দিন নল পরিয়ে রাখুন, দেখেন ঠিক হয় কিনা। কিন্তু ঠিক না হয়ে ১২ দিন এর মাথায় নল দিয়ে প্রসাব এর সাথে রক্ত আশা শুরু করলে ডাক্তার এর কাছে বললে ডাক্তার বলেন, সাতক্ষীরায় নিয়ে গিয়ে পরীক্ষা করে আনতে হবে। সেই মোতাবেক সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারে পরীক্ষা করে বলেন যে, প্রসাবের নাড়িলে মাংশ বৃদ্ধি পেয়েছে তাৎক্ষনিক অপরেশন করতে হবে, না করলে এভাবে রক্ত বাহির হবে,ধীরে ধীরে বড় আকার ধারণ করবে। অপরেশন বাবদ ২৫০০০ টাকা ব্যায় হবে আর ঔষুধ বাইরে থেকে কিনতে হবে। স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধ আব্দুল আজিজ গাজী খুবই গরীব। তাহার তিন ছেলে, তার মধ্যে দুইটা ছেলে ভারতে থাকে,বৃদ্ধ পিতার কোন খোজ খবর রাখে না। একটি ছেলে বাবার সাথে থাকে তিনিও খুবই গরীব, দিনমুজুরী করে দিন যাপন করে,যাহা সঞ্চয় টাকা ছিল সেটাও বাবার চিকিৎসায় ব্যয় করছে। এমতাবস্থায় গরীব ছেলের পক্ষে বৃদ্ধ পিতার চিকিৎসা আর করানো সম্ভব হচ্ছে না, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা প্রশাসন,স্বেচ্ছাসেবী এবং সকল প্রবাসী ভাইদের কাছে বৃদ্ধ পিতাকে প্রসাবের যন্ত্রনা থেকে মুক্ত করতে মানবিক সাহায্যের আবেদন জানিছেন। বিকাশ নাম্বার পারসোনাল ঃ ০১৪০৮-৫৪৪২৫৪




Leave a Reply

Your email address will not be published.