সমাজের আলোঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনা গ্রামের শেষ প্রান্তে উত্তর দিকে একটানা ভারীবর্ষনে অপরিকল্পিত চিংড়ি ঘেরের পানি নিষ্কাশনের কারণে চলাচলের রাস্তা ভাঙনে সৃষ্টি হয়েছে। চুনা গ্রামের শেষ প্রান্তের ১৮৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে মৃতঃ এন্তাজ সরদারের বাড়ি পযর্ন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার মধ্যে ৫ টি ভাঙনের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী বলছে চিংড়ি ঘের ব্যবসায়ীদের কারণে শুধু মাত্র ভারী বর্ষন ও প্রাকৃতিক দুযোর্গে না স্বাভাবিক সময়েও পানি নিষ্কাশনের কারণে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়। এলাকাবাসী বার বার বলার পরেও প্রভাবশালী ঘের ব্যবসায়ীরা কোন তোয়াক্কা করে না। মন যখন চায় তখনি রাস্তাকেটে শত শত বিঘা জমির পানি নিষ্কাশনে জন্য পাইপ বসায়,তাও অনেক ছোট এবং টেকসই না।

সাম্প্রতি একটানা বৃষ্টির কারণে আরো কয়েকটি স্থানে ভাঙনের জন্য চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙনের স্থান গুলো দ্রুত সংস্কার ও এমন কর্মকাণ্ডের জন্য সরজমিনে তদন্তপূর্বক ঘের ব্যবসায়ীদের নোটিশের মাধ্যমে জবাবদিহিতা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টিআকর্ষণ করেছে এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published.