শফিকুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা: এক সময়ের চিহ্নিত ইভ্টিজার।পেয়েছে একাধিকবার নারী উত্যক্তের অভিযোগে শাস্তি। কলারোয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের চিহ্নিত দালাল। চলছে তার চাঁদা আদায় । ঠিক এমনই অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও উপজেলার শ্রীপতীপুর গ্রামের সুমন হোসেন (২৪)এর বিরুদ্ধে । স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে সব দালালদের হাটঘাটে পরিণত হওয়া কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসে কমিশন দালাল পরিচয়ে স্বাধীন চাঁদাবাজি করে চলেছে সুমন। তার নগদ না দিলেই আটকে রাখা হয় সেবা প্রার্থীদের দলিল। সহ প্রয়োজনীয় সব কাগজপত্রাদি। ওই অফিসে শতভাগ দৌরাত্ম কায়েম করার জন্য তার রয়েছে বখাটে বাহিনী। যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে কলারোয়ার সাধারণ জনগণ । সূত্র আরো জানায়, সম্প্রতি কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের মতো একটি সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে ওই অফিসে যান কলারোয়ার সিনিয়র কয়েকজন সংবাদ কর্মী । ঔই সময় প্রকাশ্য দিবালোকে অবৈধ অর্থ লেনদেনের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়লে তারা ভিডিও ধারণ করেন। এই ঘটনার বিপরীতে কেন ভিডিও ধারণ করা হলো , তোদের দেখে নেবো, জীবন নিয়ে বাঁচতে পারবি না ইত্যাদি সন্ত্রাসী স্টাইলে হত্যার হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সুমন । এক পর্যায়ে উপজেলার একজন সিনিয়র সাংবাদিককে পিটিয়ে জখম করে ওই চিহ্নিত ইভটিজার। ঘটনার একপর্যায়ে কলারোয়া থানা পুলিশ ওই সাংবাদিকগণকে উদ্ধার করেন। পরে স্থানীয় কয়েকজন নাম সর্বস্ব ও সন্ত্রাসীদের মদদ দাতা ও চিহ্নিত চাঁদাবাজি মামলার আসামী সাংবাদিক পরিচয় দানকারী মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। চিহ্নিত দূর্নীতিবাজ সাব রেজিস্ট্রি অফিসার সহ সন্ত্রাসীদের পক্ষালম্বন করে । যা অপসাংবাদিকা। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে কলারোয়া উপজেলা দাপিয়ে বেড়ানো ইভটিজার সুমন উপজেলার কলারোয়া পাইলট গার্লস স্কুলের সামনে ১৪ বছরের এক মেয়েকে প্রকাশ্যে ইভটিজিং করে। মেয়ের চিৎকারে লোকজন সুমনকে হাতেনাতে ধরা আটক করে। এ অভিযোগে তৎকালীন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে সংবাদ দিলে তিনি স্থানীয় উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ শীর্ষ ইভটিজার সুমনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সুমন মামলার কথা স্বীকার করে বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। আমি সাব-রেজিস্ট্রি অফিসে ব্যক্তিগত কাজে গিয়েছিলাম ।সাংবাদিকদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন । এ দিকে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সেবাস্থল সাব-রেজিস্ট্রি অফিসকে দালাল ও দূর্নীতি মুক্ত করার দাবি জানিয়েছেন কলারোয়ার সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published.