সমাজের আলো : পৃথিবী থেকে সমস্ত অন্যায় অবিচার দূরীভূত করতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের সুদূরডাঙ্গী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে এই বারি প্রথম উদযাপিত হচ্ছে বাসন্তী পুজা। ষষ্ঠী পুজার মধ্য দিয়ে বাসন্তী পুজা শুরু হয়। ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে নবমী পূজা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সুদূরডাঙ্গী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দিরের সভাপতি আদিত্য বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, সহ-সভাপতি এড. তারক মিত্র, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুগ্ন সম্পাদক বিকাশ দাশ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলেকা দাশ, জয় মহাপ্রভু সেবক সংঘের উপদেষ্টা প্রদ্যুৎ বিশ্বাস, উক্ত মন্দিরের কোষাধ্যক্ষ তিলক বিশ্বাস,বাসুদেব দাস,মিঠুন দাশ প্রমুখ।

সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিলন কুমার বিশ্বাস।




Leave a Reply

Your email address will not be published.