প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজ ও সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে সুশীল সমাজ ও সেবা প্রদানকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। ব্র্যাকের সহযোগিতায় ‘জেন্ডারভিত্তিক ন্যয়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ’ নামক প্রকল্পের আওতায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদ এর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুরুষও কিশোরদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারী সকলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় সরকারি হেল্পলাইন নাম্বারকে খুব গুরুত্বের সাথে জনসচেতনতা বৃদ্ধির সময় প্রচারণার জন্য অংশগ্রহণকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় সভাপতি বলেন নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুরুষ ও কিশোররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমাদের সকলের উচিত নিজ নিজ দায়িত্ব পালন করা, সকল মানুষকে মানুষ হিসাবে দেখা ধর্মীয় মূল্যবোধ এবং মানবাধিকার নিশ্চিত করা। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থা আমরা না চাইলে কখনোই পরিবর্তন হবে না, বাংলাদেশের যত ধরনের নির্যাতনের ঘটনা আমরা দেখেছি বেশিরভাগ নির্যাতনই পুরুষ ও কিশোরদের মাধ্যমে হয়ে থাকে তাই এটি বন্ধ হওয়া দরকার এখনি। আমি আশাবাদী সংস্থাটি যেভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে ব্রহ্মরাজপুর ইউনিয়নে কার্যক্রম গ্রহণ করেছে এর মাধ্যমে আগামীতে অত্র ইউনিয়নে নারী ও শিশুর প্রতি সহিংসতা হ্রাস পাবে। সংস্থাটির শুধু একার পক্ষে এই কাজটি বাস্তবায়ন করা সম্ভব নয় তাই দরকার আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং উদ্যোগ। আসুন আমরা সকলে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করি। সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো. খুরশিদ আলম, স্কুল শিক্ষিকা আকলিমা খাতুন, মুকুল হোসেন, ইউনিয়ন সমাজকর্মী শেখ হেমায়েত হোসেন, এনজিও কর্মী চিত্রা মিস্ত্রি, ব্যবসায়ী ইয়াসিন আলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published.