সমাজের আলো রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে মেয়াদ উত্তীর্ন কমিটির সাধারণ সম্পাদক আঃ ছালাম শেখ কার্যনির্বাহী কমিটির সর্ব সম্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরবর্তীতে ব্যবসায়ীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত অতিথিবৃন্দ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করেন।

কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা আ’লীগের সদস্য লোকমান হোসেন ও ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আহবায়ক নুর ইসলাম গাজী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার নিরঞ্জন ঘোষ ছোট্টু, স,ম জালাল উদ্দীন, মকফুর রহমান, শেখ বোরহান উদ্দিন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সুবীর সাহা, তনু সাহা, ডাঃ জিয়াউর রহমান প্রমূখ।

প্রথম সভায় বিগত দিনের সকল আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন শেষে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির দ্বিতীয় সভা ব্রহ্মরাজপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথিবৃন্দ ও ব্যবসায়ীরা বাজার বণিক সমিতির কমিটি গঠন নিয়ে এক খোলামেলা আলোচনা সভায় মিলিত হয়। সকলের বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের করার সিদ্ধান্ত হয়।

ব্রহ্মরাজপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলাম ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির আহবায়ক হিসেবে দায়িত্বভার বুঝে নেন। ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম ও ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করবেন বলে সিদ্ধান্ত হয়। নির্বাচনকালীন সময়ে সদ্য বিলুপ্ত কমিটির সদস্যরা সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানানো হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মিঠু।




Leave a Reply

Your email address will not be published.