সমাজের আলো: রঞ্জন বিশ্বাসের বয়স ৫৮ বছর। আর তাঁর স্ত্রী যমুনা বিশ্বাসের বয়স ৪৫। দুজনই পাচ্ছেন বয়স্ক ভাতা। অথচ বয়স্ক ভাতা পেতে পুরুষের বয়স কমপক্ষে হতে হবে ৬৫ এবং নারীর ৬২ বছর। দেড় বছর আগে থেকে তাঁরা হয়েছেন এই ভাতাভোগী। অনিয়ম করে ওই দম্পতির এই ভাতা সুবিধা পাইয়ে দিতে তাঁদের কাছ থেকে ৪২ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই দম্পতির বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের মহাজন গ্রামে। তাঁদের এখন আশঙ্কা, উপকারভোগীর তালিকা থেকে তাঁরা বাদ পড়বেন। বিপদেও পড়তে পারেন, এই আশঙ্কায় ঘুষের বিনিময়ে যাঁরা ভাতা পেতে সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধে যমুনা বিশ্বাস সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। গত ২৭ সেপ্টেম্বর করা ওই অভিযোগে বলা হয়েছে, মহাজন গ্রামের মো. জাহাঙ্গীর খান ৪২ হাজার টাকা উৎকোচ নিয়ে তাঁদের বয়স্ক ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেন। এ বিষয়ে প্রথম আলোকে যমুনা বিশ্বাস বলেন, জাহাঙ্গীর খানের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের ভালো সম্পর্ক। তিনি ৪২ হাজার টাকা নিয়ে ওই ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জাহাঙ্গীর খান তখন বলেছিলেন, ‘এই কার্ড কোনো দিনই বাদ হবে না।’ যমুনা বিশ্বাস আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। পাঠখড়ি বেচে (বিক্রি), জাল বুনে ও ২০ হাজার টাহা সুদে আনে ওই ৪২ হাজার টাহা দিছিলাম। সুদির টাহা হ্যান্নেও শোধ করতি পারি নাই। অনেকেই ছাগল-গরু বেচে ও সুদে টাহা আনে ভাতার কার্ড করিছে।’ জাহাঙ্গীর খান মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। অভিযোগের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ সঠিক নয়। এসবের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’




Leave a Reply

Your email address will not be published.