সাতক্ষীরা প্রতিনিধি : বয়স জালিয়াতি করে সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন মিলন কুমার রায়। আজ মঙ্গলববার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত তালা উপজেলা কমিটি ঘোষনা করার পর বিষয়টি জানা জানি হয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, ভোটার তালিকা, জন্মনিবন্ধন ও যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মিলন কুমার রায়ের বর্তমান বয়স ৩২ বছর। অথচ ২৯ বছর বয়স দেখিয়ে তিনি তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মিলন কুমার রায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে তালা বি.দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ গ্রেড পেয়ে এসএসসি পাশ করেন। তার যশোর বোর্ডের রোল নম্বর- ১১৮৬০৪। সেখানে তার জন্ম সাল উল্লেখ করা আছে ১৫ নভেম্বর ১৯৮৯ সাল। তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে মিলন কুমার রায়ের জন্মনিবন্ধন রেজিষ্টার অনুযায়ী তার জন্ম ১৫ নভেম্বর ১৯৮৯ সাল। যা ইউনিয়ন জন্মনিবন্ধন বই নং ৪ এবং বিগত ইং ০৫-০৬-২০০৭ তারিখে নিবন্ধন করা হয়। এছাড়া মিলন কুমার রায়ের ভোটার তালিকা ও এন আইডি কার্ডেও একই জন্ম তারিখ ও সাল দেয়া আছে। সে অনুযায়ী তার বর্তমান বয়স ৩২ বছর। কিন্তু সম্পতি তালা উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেতে তিনি নির্বাচন অফিস থেকে বয়স কমিয়ে ১৫-১১-১৯৯২ সাল করেছেন।

এন আইডিতে বয়স কমানোর/সংশোধনের আবেদন নম্বর- (ঘওউঈঅ৩৮৯৮২১৬)। এরমধ্যে মঙ্গলবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তালা উপজেলা ছাত্রলীগের ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতেই বয়স জালিয়াতি করে মিলন কুমার রায় সভাপতি পদ পেয়েছেন। নিয়ম অনুযাযী ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে সর্বশেস বয়স হতে হবে ২৯ বছর। এ বিষয়ে কথা বলতে মিলন কুমার রায়ের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তার ব্যবহৃত ফোন নাম্বারটি স্থায়ীভাবে বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, ‘মিলন কুমার রায়ের বয়সের বিষয়টি শুনে আমরা নির্বাচন অফিসে আগেই খোঁজ নিয়েছিলাম। নির্বাচন অফিস থেকেই জানা গেছে তার দেয়া তথ্য অনুযায়ী বয়স সঠিক আছে’।




Leave a Reply

Your email address will not be published.