সমাজের আলো : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে করোনার পরিস্থিতির মধ্যেও অর্থ বাণিজ্যের ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে ।স্থানীয় সূত্র জানায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ কমিটি তাদের পছন্দের প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ ও বাণিজ্যের মাধ্যমে নিয়োগ পরীক্ষা নিয়ে তড়িঘড়ি শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান উক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ কমিটি একটি গোপন সভার মাধ্যমে কাদেরকে নিয়োগ করা হবে সে ব্যাপারেও স্থির সিদ্ধান্ত গ্রহণ করেছেন । তাদের কাছ থেকে স্কুলের ডোনেশন ছাড়াও ব্যক্তিগত অর্থ-বাণিজ্য গ্রহণ করা হচ্ছে এমনটি অভিযোগ উঠেছে । অফিস সূত্রে জানা যায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে একজন নৈশ ও নিরাপত্তা প্রহরী এবং আয়া পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘদিন ।




Leave a Reply

Your email address will not be published.