সমাজের আলো : সাতক্ষীরায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার রোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।সাতক্ষীরায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার রোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। ছবি: সংগৃহীতসাতক্ষীরায় অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, মাস্ক ও স্যানিটাইজার বিনা মূল্যে পৌঁছে দিচ্ছে বেশ কিছু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জরুরি প্রয়োজনে কেউ কল দিলে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এ ছাড়া গরিব ও অসহায় মানুষকে দেওয়া হচ্ছে সবজি।করোনাকালে এমন মানবিক উদ্যোগ নিয়ে সাড়া ফেলেছে সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। স্থানীয় তরুণেরা এসব সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। যেসব সংগঠন এসব কাজ করছে সেগুলো হলো হিউম্যানিটি ফার্স্ট, সাতক্ষীরা সরকারি বিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা ব্লাড ব্যাংক, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন, ৯৩ ফ্রি অক্সিজেন সেবা, শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, উপসর্গ অক্সিজেন সেবা কেন্দ্র, সংকল্প, অনুলিয়া অক্সিজেন ব্যাংক, তালা কোভিড রেসপন্স টিম ও উত্তরণ অক্সিজেন, কলারোয়া সেবা সংগঠন, কাজীরহাট ব্লাড ব্যাংক ও কালীগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস।




Leave a Reply

Your email address will not be published.