সমাজের আলো :  দক্ষিণ আফ্রিকায় মুশফিক-তামিমদের জয়ের রেশ কাটতে না কাটতেই আরেকটি আনন্দের উপলক্ষ্য এনে দিলেন আর্চাররা। থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি স্টেজ-১ এ আজ শনিবার (১৯ মার্চ) মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ও নারী রিকার্ভে ভারতকে হারিয়েছে দুই স্বর্ণ জিতেছে বাংলাদেশ।রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।কিছুক্ষণ পর নাসরিন, দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দলও ভারতকে হারিয়ে আরেকটি স্বর্ণ এনে দেয়। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল।এতে করে রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে নাসরিনের।যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম। ফলে সেই ফাইনালে স্বর্ণ বাংলাদেশেই আসছে।




Leave a Reply

Your email address will not be published.