সমাজের আলো : ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে চাঁদাবাজীর প্রতিবাদে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির উদ্যোগে আমদানিকারকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপত্তিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানিকারকগণ অভিযোগ করেন, প্রতিদিন ঘোজাডাঙ্গায় একটি প্রভাবশালী চক্র সিরিয়ালের নামে পাথর, গম, ভূষিসহ আমদানিজাত পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। নির্দিষ্ট পরিমান চাঁদা দিতে পারলেই আমদানিজাত পণ্যবাহী ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশের সুযোগ পায়।অন্যথায় পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন প্রাইভেট পার্কিংএ ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত আটকে রাখা হয়। বক্তরা আরো অভিযোগ করেন উভয় দেশের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যৌথ সভায় বিষয়টি উত্থাপিত হলেও চাঁদাবাজী বন্ধ করা সম্ভব হয়নি। ভারত ও বাংলাদেশের গণ মাধ্যম উল্লিখিত চাঁদাবাজীর ঘটনাটি গুরুত্ব সহকাররে প্রচারিত হলেও চাঁদাবাজী বন্ধ হয়নি। মতবিনিময় সভায় সিরিয়ালের নামে চাঁদাবাজী বন্ধের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।যেকোন শর্তে, আমদানিকারকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য বহুমূখী কৌশল নির্ধারণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। ভোমরা সি এন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, সদস্য মো: মিজানুর রহমান, সদস্য এএসএম মাকছুদ যান, আমদানিকারক জিএম আমির হামজা সত্ত¡াধিকারী: মেসার্স মা ট্রেডার্স, দীপংকর ঘোষ সত্ত¡াধিকারী: মেসার্স সুন্দরবন এন্টারপ্রাইজ, মো: আব্দুল গফুর সরদার সত্ত¡াধিকারী। মেসার্স আখি এন্টারপ্রাইজ, কিন্তু বিশ্বাস সত্ত¡াধিকারী: মেসার্স প্রিয়ন্তী ইন্টারন্যাশনাল রোখসানা পারভীন সত্ত¡াধিকারী: মেসার্স শিউলী এন্টারপ্রাইজ, মো: লুৎফর রহমান প্রতিনিধি: মেসার্স আনসার আলী এবং রইনুল আবেদীন (রাতুল) সত্ত¡াধিকারী: মেসার্স রাতুল এন্টারপ্রাইজ।




Leave a Reply

Your email address will not be published.