সমাজের আলো : বেনাপোল বন্ধর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৫০ জন পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।বুধবার বিকল সাড়ে ৫টায় ৫০ জনের একটি দলকে প্রথমে হোটেল উত্তরা ও বাকীদের পর্যায়ক্রমে টাইগার প্লাস, হোটেল হাসান ও হোটেল আল কাশেম এ রাখা হবে।সাতক্ষীরার নেজারত ডেপুটি কমিশনার আজাহার আলী জানান, ভারত থেকে বেনাপোল কাস্টমস অফিস দিয়ে দেশে ফেরা ১৫০ জন বাংলাদেশীকে জেলা প্রশাসকের তত্বাবধায়নে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলকে প্রস্তত করা হয়।

হোটেলগুলো হলো টাইগার প্লাস, হোটেল উত্তরা, হোটেল আল কাশেম ও হোটেল হাসান। ৫০ জনকে বুধবার বিকল সাড়ে ৫টার দিকে হোটেল উত্তরাতে আনা হয়। তাদের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। সন্ধ্যার মধ্যেই বাকী ১০০ জনের মধ্যে ৩০ জনকে টাইগার প্লাস, ২০ জনকে হোটেল হাসান, ও ৫০ জনকে হোটেল আল কাশেম এ রাখা হবে। তারা বর্তমানে সাতক্ষীরার পথে।




Leave a Reply

Your email address will not be published.