সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৭’ডিসেম্বর) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলারোয়াসহ দেশের ২০টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করে। গণপূর্ত অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ১০ লাখ ৭২ হাজার ৫ শত টাকা ব্যয়ে কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। কলারোয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ওবায়দুল্লাহ জানান, কলারোয়াতে সেবার জন্য নিযুক্ত ১৫ জন ফায়ার ফাইটার, পানিবাহী গাড়ি ও উদ্ধার সরঞ্জাম রয়েছে৷ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনা মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত৷ জরুরি প্রয়োজনে ০১৩১৩৪২৫৯২১ নাম্বারে ফোন করে সঠিক তথ্য দিয়ে দুর্ঘটনা মোকাবেলায় সকলকে অনুরোধও করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *