সোহরাব হোসেন সবুজ, নলতা: সাতক্ষীরার বেকার যুব সমাজকে মোটা অংকের বেতন ভাতার স্বপ্ন দেখিয়ে জেলাব্যাপী নিয়োগ ছেড়েছে খুলনার পূর্ব-রূপসার ‘ফাউন্ডেশন ফর আনইমপ্লয়মেন্ট সার্ভে এন্ড রিচার্জ’ নামের একটি ভুঁইফোড় এনজিও। গত ২১ ডিসেম্বর সোমবার সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় তারা বেশ লোভনীয় নিয়োগটি ছাড়ে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ ডিসেম্বর রোববার দরখাস্তকারীদের পত্র, ৫শ টাকা করে আবেদন ফি এবং পদ অনুযায়ী ১৫ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা জনপ্রতি জামানত দেওয়ার কথা। যাতে করে নিয়োগ পাওয়া যাবে সরাসরি। প্রতি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো প্রার্থী নিয়োগ পাবে। এ অনুযায়ী প্রার্থীদের আবেদন ফি ও জামানত বাবদ ঐ এনজিও পাবে কোটি টাকা। বিষয়টি সন্দেহ হলে দৈনিক কালের চিত্র ও সমাজের আলো’র থেকে অনুসন্ধানে যাওয়া হয় খুলনায়। বিজ্ঞপ্তি অনুযায়ী ফাউন্ডেশনের হেড অফিস খুলনার পূর্ব রূপসার তিলক নামক স্থানে। বৃহস্পতিবার দুপুরে সেই অফিসে পৌছায় প্রতিনিধি সোহরাব হোসেন সবুজ। কিছুদিন পূর্বে ভাড়া নেওয়া ঐ অফিসে ঢুকে দেখা যায় জনশূন্য। কিছু চেয়ার টেবিল পড়ে থাকে। ফোন দিলে কিছু পরে ফাউন্ডেশনের চেয়ারম্যান বেরিয়ে আসেন পাশের বেডরুম থেকে। কিছুক্ষণ পরে একটি মেয়ে..। তারপর মেয়েটি চা দেওয়ার জন্য ব্যস্ত। পরিচয় গোপন রেখে কথা হল চেয়ারম্যানের সাথে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সংবাদকর্মীকে দিল এক বাম্পার অফার। মাসে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা আসবে পকেটে !! শুনে তো অবাক! ততক্ষণে রেকর্ডিং চলছে সবকিছু। দেখা হল ফাউন্ডেশনের বেসিং কিছু কাগজপত্র। যেগুলো দেখলেই বুঝা যাবে তৈরি করা। ফাউন্ডেশনের চেয়ারম্যান এসকে কাওসার, তার স্ত্রী ভাইচ চেয়ারম্যান এবং তার পরিবারের লোকজন মিলে ৭ জন সদস্য নিয়ে কমিটি। কাওসারের বাড়ী ডুমুরিয়ায় কিন্তু সে তিলক নামের ঐ স্থানে গিয়ে অফিস খুলে নিয়োগ দিয়েছে সাতক্ষীরা অঞ্চলে। তার বক্তব্য অনুযায়ী, দুই বছর আগে অফিস খুলেই পেয়েছে বিগ প্রজেক্ট। প্রকল্পের কাজ হল- কোন সদস্য বা এলাকার মানুষ তাদের ১০ টি প্রশ্নের উত্তর লিখে পাঠালেই সে ফাউন্ডেশন থেকে পাবে ৭ লক্ষ ৪৯ হাজার টাকা, ১টিরও উত্তর দিতে না পারলে শান্তনা পুরস্কার হিসাবে পাবে ৩৬ হাজার ৪ শত টাকা, যেকোন ১টি বাণী লিখে পাঠালেই সে পাবে ১ হাজার টাকা। এভাবে প্রতিটি মানুষ ও সদস্যকে তারা লক্ষপতি ও কোটিপতি করে দেবে বলে জানান ঐ ভুয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান। আর বিজ্ঞপ্তি অনুযায়ী এমন প্রতারণার ফাঁদে পা দিতে যাচ্ছে সাতক্ষীরা জেলার হাজারো বেকার যুব সমাজ। তাই ঐ প্রতারক ভুঁইফোড় এনজিও সংস্থার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *