সমাজের আলো:  নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের কাছে ধরা খেয়েছেন ভুয়া এসপি মোস্তাফিজুর রহমান বাবু ওরফে নীরব। এসপি মোখলেছুর রহমানের নাম ভাঙ্গিয়ে ৮জনের কাছ থেকে বিকাশে টাকা আদায়ের চেষ্টাকালে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর শহরের শুটকির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই সহযোগী চাচাতো বোন সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয় দিনাজপুর জেলার কাহারোল এলাকার রামচন্দ্রপুর এলাকা থেকে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। এসময় তিনি বলেন, আমার নিজস্ব ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে ভুয়া এ্যাকাউন্ট খুলে সে। বিষয়টি জানার পর তদন্ত শুরু করা হয়। এক পর্যায়ে আমার নাম ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টা করলে বিষয়টি নজরে আসে এবং তাকে গ্রেফতারের অভিযান শুরু হয়। প্রতারক নীরব ডিআইজি সহ বিভিন্ন জেলার এসপির নামে ভুয়া আইডি খুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ফোন করতো এবং মামলা থেকে বাচাতে টাকা আদায় করতো। তার এই কাজে সহায়তা করতো চাচাতো বোন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সুফিয়া বেগম। বিকাশে আসা টাকা তারা দু’জনে ভাগ করে নিতো। নীরব ভোলা জেলা থেকে একজন এসআইর ছবি দিয়ে আইডি খুলে এই প্রতারণা শুরু করে। ৬৮জনের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা আদায় করেছে সে। যেটি বিকাশের স্টেটমেন্টে প্রাথমিক ভাবে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.