সমাজের আলো : সাতক্ষীরার তালায় চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন কর্তৃক এক ভূমিহীনকে মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালা উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে ভুক্তভোগী সবুর আলী বিশ্বাস। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ক্ষুদ্র মিষ্টি ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা জেলার তালা থানার জাতপুর মৌজার এসএ-১নং খতিয়ানের ৩৭১ দাগের .৩৯ একর খাস জমিতে বসবাস করে আসছি। কিন্তু একই এলাকার মৃত সোনাই বিশ্বাসেরর পুত্র চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন বিশ্বাস উক্ত সম্পত্তি জবর দখলের জন্য পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ ঘটনায় আমি তালা থানায় একটি অভিযোগ দায়ের করি। এরই জের ধরে গত ১১ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ তার লোকজন নিয়ে আমার বসত বাড়ি খাস সম্পত্তিতে বেড়া দিয়ে গায়ের জোরে বে-আইনীভাবে বাঁশ খুটি পুতে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করেন। ওই সময় আমি ও আমার পরিবারের লোকজন বাধা প্রদান করিলে আফাজ উদ্দীন আমাদের নানা রকম মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখান এবং আমাকে বিভিন্নভাবে জীবন নাশের হুমকি দেন। তিনি বলেন, এই আফাজ উদ্দীন বিশ্বাস এলাকার একজন চিহ্নিত পরসম্পদ লোভী ব্যক্তি। তিনি এলাকায় ক্ষমতার জোরে ভূমিহীন মানুষের দখলে থাকা খাস সম্পত্তি অবৈধভাবে দখল করেন এবং সেই সব ভূমিহীনদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি আরো বলেন, আমার বসবাসকৃত উক্ত .৩৯ একর সম্পত্তি সরকারের খাস খতিয়ানভূক্ত। সরকারী নীতিমালা অনুসারে সরকার পক্ষ উক্ত সম্পত্তি বন্দোবস্ত প্রদানের ঘোষণা করিলে উক্ত সম্পত্তি আব্দুল জব্বার বন্দোবস্ত নেন। এরপর আমি তার কাছ থেকে ক্রয় করে সেখানে অতিকষ্টে পাকাঘর নির্মাণ করে সুস্থ্যভাবে বসবাস করে আসছি। কিন্তু একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন পূর্ব শত্রুতার জের ধরে গায়ের জোরে পায়ে পা দিয়ে আমার খাস সম্পত্তিতে একটি টিন সেডের ঘর তৈরি করেন। এরপর উক্ত আফাজ উদ্দীন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য সে নিজেই সেই টিন সেডের ঘর ভেঙে ফেলে আমার ঘাড়ে দোষ চাপানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। আমি একজন গবীর ও অসহায় মানুষ। অতি কষ্টে উপার্জন করে একটি পাকাঘর নির্মাণ করেছি কিন্তু উক্ত আফাজ উদ্দীন আমাকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা এবং মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি থেকে রক্ষা পেতে উক্ত আফাজ উদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন




Leave a Reply

Your email address will not be published.