সমাজের আলো : মুন্সীগঞ্জের রায়পুরায় বৃষ্টিতে ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারাই পাল্টে গেছে রাতারাতি। শুধু মেরামতই নয়, নদীতীরও ব্লক দিয়ে বাঁধাই করে ফেলা হয়েছে। কয়েক ঘণ্টায় এসেছে পানি ও বিদ্যুৎও। সৌরভ ছড়াচ্ছে বৃক্ষ। এতে উপকারভোগীরা দারুণ খুশি।রায়পুরায় ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারা পাল্টে গেল রাতারাতি
রায়পুরায় ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারা পাল্টে গেল রাতারাতি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া আশ্রয়ণ কেন্দ্রে গেলে দেখা মিলবে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারা পাল্টে গেছে রাতারাতি।
মেঘনা তীরঘেঁষা আশ্রয়ণ কেন্দ্রটি নান্দনিক রূপান্তরের আগের গত ৫ জুলাই ভাঙাচোরা ঘরের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাঙাচোরা ঘরের দৃশ্য ভাইরাল হওয়ার পর দ্রুতই দৃশ্যপট পাল্টে যায় সেসব ঘরের অবস্থা, যা ছিল একেবারেই তলানিতে এখন তা সৌন্দর্যের শীর্ষে।প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো কয়েক ঘণ্টার মধ্যে বিদুৎ সংযোগ, গভীর নলকূপ, রাস্তা, মাঠসহ স্বপ্নে




Leave a Reply

Your email address will not be published.