সমাজের আলো : বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (১২ জানুয়ারি) মঙ্গলবার ১১টায় কুলিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল, কীটনাশক ও মুদি দোকানে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও সদর থানার এসআই মোঃ আলমগীর হোসেনের সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে দেবহাটার কুলিয়া বাজারে কয়েকটি হোটেল, মিষ্টি, কীটনাশক, মাংস, মুদি ও ফার্মেসি দোকান পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ:পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা)। পরিদর্শনকালে কৃষি বিতানে ২ হাজার, স্বপন হোটেল ২ হাজার, সততা স্টোরে ৩ হাজার মিলে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসকল প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ, মোড়কে মূল্য ও মূল্য তালিকা প্রদর্শনী না করা, পন্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৩৮, ৪৮ ও ৫১ ধারা’সহ অন্যান্য ধারা লংঘনে। এছাড়া উক্ত প্রতিষ্ঠানসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও প্রচারাভিযান চালানো হয়।




Leave a Reply

Your email address will not be published.