সমাজের আলো :  ঌভোটের মাঠে জামাই-শ্বশুরের যুদ্ধ এলাকায় ভোটের আমেজ মানেই হলো মিছিল-মিটিং, কথা-কানকথা, গুজব-গুঞ্জনে জমজমাট সব আয়োজন। সেখানে যদি যুক্ত হয় স্বজনে স্বজনে লড়াই। তাহলে তো আলোচনার পোয়াবারো। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও এমনই এক ঘটনা বেশ রসাল আলোচনার জন্ম দিয়েছে। ভোটের মাঠে জামাই-শ্বশুরের যুদ্ধ। জনগণের কাছে তা হাস্যরসের বিষয় হলেও প্রার্থী-স্বজনরা হালকাভাবে নিচ্ছেন না বিষয়টি। আগামী সপ্তাতেই হবে আখাউড়া পৌর নির্বাচন। সব ওয়ার্ডের চেয়ে জনগণের নজর এবার ৮ নম্বর ওয়ার্ডের দিকে। ঘরে-বাইরে আলোচনার তুঙ্গে কাউন্সিলর পদে শ্বশুর আর মেয়ে জামাইয়ের লড়াই। শ্বশুর, বর্তমান কাউন্সিলর বাবুল মিয়া পাঞ্জাবি প্রতীকে আর জামাই হুমায়ুন কবীর পানির বোতল মার্কা নিয়ে নির্বাচনের মাঠে। শ্বশুর বাবুল মিয়ার দাবি, এবারই তিনি শেষবারের মতো সুযোগ চান জনগণের কাছে। জামাইয়ের কাছে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ পাত্তা পায়নি। আর জামাই মো. হুমায়ুন কবীরের দাবি, ভোটারদের অনুরোধেই মাঠে নেমেছেন তিনি। আত্মীয়তা আপাতত হার মেনেছে ভোটযুদ্ধের কাছে। স্বজনদের কাছে পারিবারিক সম্মান রক্ষার লড়াইও এটি। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি করে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার অপেক্ষায় ভোটাররাও। ভোটের দিন ব্যালটের মাধ্যমে নির্ধারণ হবে- ভোটাররা কি জামাই আদর করবে? নাকি পুরনো কাউন্সিলরকেই রাখবেন ক্ষমতার মসনদে? বা আলোচনার ফাঁক গলে চলে আসবেন নতুন মুখ। সে সময়ের অপেক্ষায় আপাতত প্রচারণার তরী বেয়েই এগিয়ে যাচ্ছেন দুই প্রার্থী।




Leave a Reply

Your email address will not be published.