সমাজের আলো : যুবক-যুবতী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যুবক শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের মোঃ ইমদাদুল হক (২২) ও যুবতী মোছাঃ কামরুন নাহার রুপা (১৯)। ইমদাদুল হক দীর্ঘদিন যাবত ঢাকাতে একটি গ্যাস কোম্পানিতে চাকরি করেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইমদাদুলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কামরুন নাহার নিজ বাড়ি থেকে ঢাকায় চলে যায় । ইসলামী শরীয়ত সম্মত ভাবে বিবাহ করেছে বলে বিশ্বাস্ত সূত্রে জানা যায়। এ ঘটনায় মেয়ের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ইমদাদুল হক ও তার বাবা আবু জাফর (৬০) ও বোন বিলকিস নাহার সহ ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় (৮ ফেব্রুয়ারি) একটি অপহরণ মামলা দায়ের করেছেন। শ্যামনগর থানার মামলা নং ( ১৩/৫৫ )।কামরুন নাহার রুপার সাথে কথা হলে তিনি বলেন, ইমদাদুল ও আমার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। এ বিষয়ে আমি একাধিক বার আমার বাবা,মা’কে বলেছি। তারা আমার সম্পর্ক মনে না নিয়ে অন্যত্র বিয়ে ঠিক করে। এজন্য আমি ইমদাদুলের সাথে মোবাইলে যোগাযোগ করে ঢাকায় চলে যাই । সেখানে আমাদের বিয়ে হয়েছে। আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। আমার বাবা ইমদাদুল ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। বিষয়টি নিয়ে কামরুন নাহারের বাবার সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি জানান, আমি লোক মুখে জানতে পারি আমার মেয়ে’কে তারা তুলে নিয়ে গেছে। সেজন্য আমি থানায় একটি মামলা দায়ের করেছি। এবিষয়ে শ্যামনগর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলী সানি বলেন, মেয়ের বাবা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলমান ও ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে।




Leave a Reply

Your email address will not be published.