সমাজের আলো : মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীনদের ঘর দেওয়ার নামে সাতক্ষীরার ভোমরায় ইউপি মেম্বার নেছারুল্লাহ আল মামুনেরর বিরুদ্ধে দুই গৃহহীনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ২৭ এপ্রিল সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের তারা গাজীর মেয়ে নবীরা খাতুন ও একই গ্রামের মফিজউদ্দীন শেখের মেয়ে রোকেয়া খাতুন বাদি হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদর ইউএনও’র বরাবর অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীদের অভিযোগে জানাযায়, মফিজউদ্দীন শেখের মেয়ে রোকেয়া খাতুনের কোনো জমি ও ঘর নেই। রোকেয়া খাতুন একজন বৃদ্ধ ও অসহায় গরীব মানুষ। রোকেয়া খাতুন খোলা আকাশে নিচে বসবাস করে। রোকেয়া খাতুন অন্যের বাড়িতে ঝি কাজ করে জীবিকা নির্বাহ সংসার চালায়। তারা সংসারের মাত্র দুই জন। একপর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীনদের ঘর দেওয়ার জন্য ভোমরা ইউপি ৭নং ওয়ার্ডের মেম্বর নেছারুল্লাহ আল মামুন প্রলোভন দেখিয়ে বৃদ্ধ রোকেয়া খাতুনের কাছ থেকে ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়। এই মুজিববর্ষ ঘর দেওয়ার নামে মেম্বার নেছারুল্লাহ আল মামুনের কাছে রোকেয়া খাতুন ফেরত চাইলে তিনি বিভিন্ন সময়ে শুধু তালবাহানা করে তাকে ঘুরাতে থাকে। অবশেষে বৃদ্ধ রোকেয়া খাতুন টাকা ফেরত পাওয়ার জন্য ও একটি মুজিববর্ষ গৃহহীন ঘর পাওয়ার জন্য জেলা প্রশাসক ও সদর ইউএনও’র বরাবর লিখিত দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.