সমাজের আলোঃ  সাতক্ষীরার ভোমরা সিমান্তে আবারো বেপরোয়া হয়ে উঠেছে কুখ্যাত চোরা কারবারীদের ব্যাবহারিত একটি প্রতিবন্ধী গ্যাং। সাতক্ষীরার ভোমরা সিমান্ত এলাকায় প্রায় ষাট জন প্রতিবন্ধী বিভিন্ন মালামাল বহন ও ক্রয় বিক্রয় করে থাকে। প্রতিবন্ধী হওয়ায় তাদেরকে সবাই মানবিক দৃষ্টিতে দেখে আসছেন। এই মানবিক সু্যোগ কাজে লাগিয়ে কয়েক জন প্রতিবন্ধী রাতারাতি লাখোপতি হয়েছে। জানা গেছে আলিপুরের আইয়ুব বাদাতলার গফুর নবাতকাটির শাহজান ভাড়ুখালির আনিস শ্রিরামপুরের ভুট্টা ইটাগাছার রেজাউল কুখরালির শাহআলম শাখরার লক্ষন বহেরার পরিতোষ সহ পনেরো বিশ সদস্যের একটি প্রতিবন্ধী গ্যাং ভোমরা ও সাতক্ষীরার কুখ্যাত চোরা কারবারীদের সাথে হাত মিলিয়ে দির্ঘদীন চোরা কারবারীদের অবৈধ মালামাল কন্ট্রাকে বহন করে আসছে। মাদক সোনা সরকারি সুখিবড়ি পাতার বিড়ি ভারতিয় জুতা চা পাতা আমুলদুধ কসমেটিকস বাংলাদেশের সুপারি সহ এমন কোন অবৈধ মালামাল নেই যা এই গ্যাং পচার করেনা। গ্যাংটি নিয়ন্ত্রক হিসাবে (গ্যাং লিডার) দায়িত্ব পালন করে প্রতিবন্ধী আইয়ুব,শাহাজান, গফুর, ও আনিস। গ্যাংলিডার আইয়ুব গফুর শাহাজান ও আনিস চোরা কারবারীদের কাজ থেকে অবৈধ মালামাল নিদ্দিষ্ট জায়গায় পৌছে দেয়ার কন্ট্রাক্ট নেয় এবং নিজেরা ও প্রয়োজন মত দলের কিছু সদস্যকে সাথে নিয়ে মাল গন্তব্যে পৌছে দেয়। চোরা কারবারীদের অবৈধ মাল বহনের জন্য মাল হিসাবে সদস্য প্রতিবন্ধীরা লিডারদের কাছ থেকে যে পরিমান টাকা পায় লিডাররা চোরা কারবারীদের কাছ থেকে তার কয়েক গুন বেশি টাকা পায় বলে অভিযোগ আছে। জানা গেছে একজন ইউপি চেয়ারম্যান ও একজন ইউনিয়ন আওয়ামিলীগ নেতার ক্ষমতার দাপট ও এলাকার জোর দেখিয়ে আইয়ুব জাহাজান ও গফুর দুস্থ প্রতিবন্ধীদের চোরা কারবারীদের কাজে ব্যাবহার করে মজুরির টাকার বেশিরভাগ জোর করে নিজেরা নিয়ে নেয়। গ্যাংলিডারা যা বলবে তা না মানলে আলিপুর রাস্তাদিয়ে কোন প্রতিবন্ধী চলতে পারবে না এমন হুমকির একাধীক অভি্যোগ পাওয়া গেছে লিডার আইয়ুবের বিরুদ্ধে। অনুসন্ধানে জানাগেছে, ভোমরা এলাকায় জেলার প্রায় ষাটজন প্রতিবন্ধীদল ক্ষুদ্র ব্যবসা করে জিবিকা নির্বাহ করে আসছে। মানবিক কারনে এসব প্রতিবন্ধীদের ভোমরা বন্দরে শেখ সিরাজুল ইসলাম তহিদ নামের একজন প্রতিবন্ধী বিজিবি সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করে এবং একাধীক জন প্রতিনিধিদের দিয়ে সুপারিশ করিয়ে ক্ষুদ্র ব্যবসার মানবিক সুযোগ তৈরি করে দেয়। এই মানবিক সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধী আইয়ুব ভোমরার আলম শিউলি জাকির সাতক্ষীরার সোনা পাচারকারী আছিয়া সহ ভোমরা ও সাতক্ষীরা কিছু কুখ্যাত চোরা কারবারীর সাথে হাত মিলিয়ে কয়েক জন প্রতিবন্ধীকে নিয়ে রাতারাতি লাখোপতি হবার জন্য একটি গ্যাং তৈরি করে অবৈধ মাল পাচার শুরু করে। বিষয়টি প্রতিবন্ধী তহিদ জানতে পারলে প্রতিবন্ধীদের চোরা কারবারীদের অবৈধ মাল বহন না করার জন্য বারবার চাপ দিতে থাকে। চোরা কারবারীদের মাল বহন করলে আনেক টাকা পাওয়া যাবে নিজেদের কোন পুজি লাগবেনা আমাদের চেয়ারম্যান আমার নিজের লোক আমার কথা না শুনলে কেউ আলিপুরের রাস্তা দিয়ে চলতে পারবে না এসব বুঝিয়ে আইয়ুব প্রতিবন্ধীদের নিজের গোলাম বানিয়ে রাখে। এর পরও তহিদ প্রতিবন্ধীদের সঠিক পথে ফিরে আসার জন্য বার বার চাপ দিতে থাকলে আইয়ুব গ্যাং ও তাদের মালিক চোরা কারবারীরা এবং চোরা কারবারীদের কাছ থেকে সোনার ডিম খাওয়া মামারা তহিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমনকি তহিদকে সামাজিক ভাবে হেয় করার জন্য এবং তহিদের মুখ বন্ধ করার জন্য তহিদের বিরুদ্ধে আইয়ুব গ্যাং মিথ্যা চাদার গল্প রটিয়ে বেড়ায়। কোন কিছুতেই তহিদকে বসে আনতে না পেরে তহিদকে প্রতিবন্ধীদের দিয়ে মারপিট করার জন্য আইয়ুবকে নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে। নির্দেশ মোতাবেক আইয়ুব গফুর শাহাজান ও তাদের দলবল মিলে তহিদকে মারপিট করে আহত করে। তহিদকে মারপিটের সময় আইয়ুব বার বার বলতে থাকে তোকে মেরে হাত পা ভেঙ্গে রউফ চেয়ারম্যান ও আনারুল গাজি ধরে নিয়ে যেতে বলেছে। তহিদ কে আহত করে আইয়ুব গ্যাং ধরে নিয়ে আসে আলিপুর রউফ চেয়ারম্যানের তেল পাম্পের সামনে অফিসে। অফিসে চেয়ারম্যান না থাকায় গফুর ফোনে কথা বল। এর পর আইয়ুব গ্যাং একটি কাগজে তহিদকে মারপিট করা হয়নি এই মর্মে তহিদের কাছ থেকে জোর করে অঙ্গিকার নামায় সাক্ষর করিয়ে নেয়। আইয়ুব গ্যাংয়ের অবৈধ কর্মকান্ডের ফলে আইয়ুব গ্যাংয়ের সাথে ওন্য ভালো প্রতিবন্ধীদের মালামাল আনা নেয়ার সুযোগ বন্ধ করে দেয়ার ফলে অনেক প্রতিবন্ধী পরিবার নিয়ে কষ্ঠে আছে বলে জানা গেছে। একাধীক প্রতিবন্ধীর অভিযোগ আইয়ুব গ্যাং শুধু দেশ ও সমাজের ক্ষতি করছেনা সে আমাদেরও পেটে লাথি মারছে। বেশ কিছুদিন আইয়ুব গ্যাংয়ের চোরা চালান বন্ধ থাকলেও আবারো তারা সক্রিয় হয়ে উঠেছে। ভোমরা বাশকল ও মন্দির চেকপোষ্ট উন্মুক্ত থাকায় এবং বাকাল চেকপোষ্টে যাতায়াতের সময় কোন প্রতিবন্ধীর গাড়ি তল্লাশি না করায় বাধাহীন ভাবে চোরা চালান চালিয়ে যাচ্ছে আইয়ুব গ্যাং। এই গ্যাংয়ের একজন লিডার একাধীক নারী কেলেংকারীর মহা নায়ক ও কুখ্যাত পাচারকারী শাহাজাহান ভোমরার ফল মোড়ে ফলের দোকানে বসে মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। শাহজাহানের ভ্যানের নিচে গোপন বক্সের উপরে আনারস আর ভিতরে মাদক সুপারী সহ সব ধরনের অবৈধ মাল পাচার হচ্ছে বলে অভিযোগ আছে। এই মুহুর্তে আইয়ুব গ্যাংকে থামাতে না পারলে সাতক্ষীরায় মাদক ও চোরা চালান পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নেবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *