সমাজের আলোঃ  তালা থানার খেরশা ইউনিয়নের বারনবিল সুড়িখালি সহ কয়েকটি বিলের পানি সরানোর একমাত্র খাল বারীখালি। বারীখালি খাল দিয়ে বারনবিল সুড়িখালি সহ কয়েকটি বিলের পানি শালিখা নদীতে এসে পড়ে। কয়েকদিন নিন্মচাপ ও ভারী বৃষ্টি হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারে পানি বৃদ্ধির তুলনায় ভাটা সরছে আনেক কম। একই সাথে বৃষ্টিতে তলিয়ে গেছে বারনবিল সুড়িখালি সহ কয়েকি বিলের ধান ও মৎস ঘের। নদীতে খুব বেশি ভাটা না সরায় বিলের পানি কমছে না আরো বৃদ্ধি হচ্ছে। উপায় না পেয়ে এলাকাবাসি বারিখালি খালের মুখে বাধ দিয়ে নদীর পানি বিলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করছেন। এলাকাবাসি বলছেন বারিখালি ও শালিখা নদীর সংযোগ স্থলে আমরা যেখানে বাধ দিয়েছি ওইখানে একটি পাটকল বসিয়ে দিলে জোয়ারের সময় পাট বন্ধ রেখে ভাটার সময় পাট তুলে দিলে বিলের পানি কমানো সম্ভব। পাটকল বসিয়ে পানি উঠা নামা নিয়ন্ত্রন করে কয়েক দিনের ভিতরে বিলের পানি কমাতে না পারলে কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হবে। ইতিমধ্য কিছু কিছু জমিতে ধান গাছে পচন ধরেছে বলে জানান এলাকা বাসি। এলাকা বাসি আরও বলেন মাত্র পনেরো হাজার টাকার একটি পাটকলের জন্য আমাদের এতবড় ক্ষতি হচ্ছে সব দেখেও কোন জনপ্রতিনিধি সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। ভুক্তভোগী এলাকাবাসি সমস্যা সমাধানের জন্য খেরশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সহায়তা চাইলে তিনি সহায়তা দেননি বল জানা গেছে। কয়েক হাজার বিঘা জমির ফসল বাচানোর জন্য ভুক্তভোগী এলাকাবাসী জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা চেয়াম্যান জেলা প্রশাসক ও থানা নির্বাহি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.