সমাজের আলো : বিএসএফ (BSF)। ফের বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ৬ জন বাংলাদেশি যুবককে আটক করে তারা। ভারতে ঢোকার মুহূর্তে ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত জওয়ানদের হাতে আটক হতে হয় তাদের।

সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে তারা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

ধৃতদের মধ্যে দুই বাংলাদেশি যুবকের শরীর খারাপ হওয়ায় তাদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কী কারণে তারা অসুস্থ হলো সেই ব্যাপারে ব্যাটেলিয়ান আধিকারিকদের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃত চার বাংলাদেশিকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বাকি দুই বাংলাদেশীকে চিকিৎসা করার পর সুস্থ করে আদালত তোলার সিদ্ধান্ত নেওয়া হবে। ধৃত দুই বাংলাদেশির চিকিৎসার ব্যপারে সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন।




Leave a Reply

Your email address will not be published.