মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে যশোরের মণিরামপুরে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরান। সোমবার (৪ জানুয়ারি) সকালে তিনি উপজেলার মাছনা ও হাজরাইল এলাকার নির্মাণাধীন ৯৬টি ঘর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরান কাজের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে নিন্মমানের কিছু ইট দেখতে পেয়ে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন। এসময় তিনি কয়েকজন উপকারভোগীর সাথেও কথা বলেন। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, মণিরামপুরে গৃহহীন ও ভূমিহীনদের জন্য খাস জমিতে ২৬২টি ঘর নির্মাণের অনুমোদন পেয়েছি। প্রথম ধাপে মাছনায় ৫৪টি, হাজরাইলে ৪২টি, পৌর এলাকায় ২৭টি, কাশিমনগরের শিরিলি এলাকায় ৪১টি, হরিহরনগরের মধুপুরে ২৫টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করার ইচ্ছে রয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *