শেখ সিরাজুল ইসলাম-: তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা নদীর পাশে শালিখা মোড়। কয়েকটি এলাকা থেয়ে আগত চারটি চাস্তার মিলনস্থল শালিখা নদীর ধারে অবস্থিত শালিখা মোড়। তালা পাইকগাছা ও আশাশুনি তিন থানার কয়েকটি ইউনিয়ন ও গ্রামের মানুষের পাইকগাছা, আশাশুনি তালা,সাতক্ষীরা,খুলনা সহ বিভিন্ন এলাকায় যাতাযাতের প্রধান পথ ও পথের মিলন স্থল এই শালিখা মোড়। শালিখা নদীর দক্ষিন পারে পাইকগাছা থানা ও একটু দুরে আশাশুনি থানা এবং উত্তর পারে তালা থানার সিমানা। এর মধ্যে তালা পাইকগাছা দুই থানার ওই স্থানের সিমানা শালিখা নদী। শালিখা নদী পার হয়ে দক্ষীন তির হতে একটি প্রধান সড়ক চলে গেছে পাইকগাছার কাটিপাড়া, রাড়ুলি, বাকা, দরগাপুর সহ বিভিন্ন এলাকায়। আর নদীর উত্তর পার শালিখা মোড় থেকে তিনটি প্রধান সড়ক তিন দিকে চলে গেছে। তিনটি রাস্তার প্রধানটি শালিখা মোড় হতে জেঠুয়া বাজার, তালা, সাতক্ষীরা, খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের প্রধান সড়কা। আর দুটি সড়কের একটি মুড়াগাছা, শাহাপুর, খরিয়াটি, কাদাকাটি, মিশারডাঙ্গা, কলাগাছি, রাজাপুর, দলুয়া সহ বিভিন্ন এলাকায় চলে গেছে। বাকি রাস্তাটি শালিখা মোড় হতে খেশরা, শাহজাতপুর সহ বিভিন্ন এলাকায় চলে গেছে। উল্লেখিত এতগুলো এলাকাকার মানুষের যাতাযাতের সংযোগস্থল শালিখা নদীর পাড়ের শালিখা মোড়। আর উল্লেখিত প্রায় সকল পথচারীকে বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য শালিখা মোড়ে এসে পার হতে হয় শালিখা নদী। আর এই নদী পারাপার সকল পথচারীদের আতংকের কারন হয়ে দাড়িয়েছে। শালিখা নদীতে কোন ব্রিজ না থাকায় বাশের খুটির ওপরে কাঠের পাটিশন দেয়া খেলনা সমতুল্য টলমলে সাকোর ওপর দিয়ে প্রতিটা মুহুর্তে জিবনের ঝুকি নিয়ে নদী পার হতে হয় পথচারীদের। সাইকেল, মোটর সাইকে, ভ্যান, ইজিবাইক, সহ প্রতিটা মুহুর্তে শতশত যানবাহন জিবনের ঝুকি নিয়ে শালিখা নদীর এই খেলনা সমতুল্য সাকোর ওপর দিয়ে বাধ্য হয়েই পারাপার হয়ে আসছে। খেলনা সমতুল্য এই সাকোটির দুই ধারে নেই কোন রেলিং। এই খেলনা সমতুল্য সাকোর ওপর থেকে পড়ে একাধীক দুর্ঘটনা ঘটারও নজির রয়েছে। শুধু এখানেই ভোগান্তির শেষ নয়। সাকো যাইহোক এর ওপর দিয়ে পার হতে হলে গুনতে হয় টোল। টোলের অংকটাও একেবারে কম নয়। তবে সাকোর ওপর দিয়ে কোন ভারি যান চলাচলের সুযোগ না থাকায় পন্য বহনকারী ইন্জিনভ্যান ভটভটি ট্রলি সহ বিভিন্ন যানবাহনে মালামাল এনে নদীর এক পাড়ে নামিয়ে মাথায় করে সাকো পার করে অপর পাড়ে পুনরায় যনবাহন ভাড়া করে মালামাল লোড করে নিয়ে যেতে হয়। এমনি যাত্রী বহনকারী তেমন কোন ভারী যানবাহন এই সাকোর ওপর দিয়ে যেতে পারেনা। এক কথায় ভয় ও ভোগান্তির আরেক নাম শালিখা নদীর উপরে নির্মিত এই সাকো। শালিখা নদী পারাপারের এই স্থানটি এতো ব্যাস্ততম হওয়া সত্বেও এখানে কোন ব্রিজ নির্মান করা হয়না। টোল ব্যবসা চালিয়ে যাবার জন্য এক শ্রেনির কিছু প্রভাবশালী এখানে ব্রিজ না হওয়ার জন্য জোর তদবির চালিয়ে আসছে গোপন সুত্রে এমন অভিযোগও পাওয়া গেছে। শালিখা নদীর ব্যাস্ততম পারাপারের এই স্থানে জরুয়ারি ভিত্তিতে একটি ব্রিজ নির্মানের জোর দাবী এলাকাবাসি সহ সকল পথচারীদের। ওন্যথায় জিবনের ঝুকি নিয়ে এই খেলানা সমতুল্য সাকো পারাপারের সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই দাবী সকলের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *