মণিরামপুর (যশোর):প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জ ঝাঁপা বাওড়ে সাঁতার কাটতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাওড়ে উদ্ধার কাজে নেমেছেন। সাথে কাজ করছেন স্থানীয়রা। দুপুর ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের উদ্ধার কাজ চলছিল। তার নাম শোয়েব। এছাড়া তার পরিচয় মেলেনি। তিনি যশোর সিটি কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যশোর থেকে দল বেধে রাজগঞ্জ বাজারসংলগ্ন ঝাঁপা বাওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন কলেজছাত্ররা। এরপর তারা জেলা প্রশাসক ভাসমান সেতুর পাশ থেকে নৌকায় চড়ে বাওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে তিনবন্ধু সাঁতার কাটতে বাওড়ে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে দু’জন তীরে উঠে এলেও একজন নিখোঁজ হন। রাজগঞ্জ ক্যাম্পের এস আই তপন কুমার নন্দী বলেন, বাওড়ে জাল ফেলে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে কাজ চলছে। মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছেন। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে’




Leave a Reply

Your email address will not be published.