সমাজের আলো : অভয়নগর-মণিরামপুরের সীমান্তবর্তী টেকা নদী বন্ধ করে টেক্কা ব্রিজ পূন: নির্মান করার প্রস্তুতি চলছে। ভবদহ এলাকাবাসির অভিযোগ, টেকা নদী বন্ধ করে দিলে ডুবে মরবে ভবদহ উত্তর অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি, টেকা নদী নিয়ে ভবদহ অঞ্চলের পানি প্রবাহিত হয়ে ভবদহের ৩৫ গেট দিয়ে বের হয়ে শ্রী নদীতে পড়ে। এখন টেকা ব্রিজ পুন:নির্মান করতে টেকা নদী আটঁকিয়ে দেয়া হয় তাহলে ভবদহ অঞ্চলবাসি ডুবে মরবে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, টেকা ব্রিজ পুণ:নির্মান করতে টেকা নদীতে বাঁধ দিয়ে, পশ্চিম পাশ দিয়ে খাল কেটে তার উপর দিয়ে বেইলি ব্রিজ নির্মান করা হবে। শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, ট্রেকা ব্রিজ নির্মাণ করতে দুই-তিন বছর সময় লাগবে, এই দুই-তিন বছর ভবদহের গেট দিয়ে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাবে। ফলে ভবদহ অঞ্চলবাসির দাবি, টেকা ব্রিজ নির্মান করতে টেকা নদী না আটকিয়ে স্টিল ব্রিজ নির্মান করলে, পানি চলাচলে কোন অসুবিধা হবেনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকা ব্রিজ এর ৫০মিটার উত্তরে বাঁশের বাঁধ দেয়া হয়েছে। এ বাঁধ দেয়ার কারণে কচুরিপানা এসে বাঁধের গায়ে চাপ দিচ্ছে, যেকারণে এই বাঁধে এখনই পানি প্রবাহ বাঁধা সৃষ্টি করছে। এরপর এরমধ্যে বালি ভরাট করলে পানি বন্ধ হয়ে ভবদহ অঞ্চলবাসির জন্য ভয়াবহ আকার ধারণ করবে। এব্যাপারে টেকা বাজারের ব্যবসায়ী শংকর রায় বলেন, এই টেকা নদী বন্ধ,




Leave a Reply

Your email address will not be published.