সমাজের আলো : ২৫ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে টুঙ্গীপাড়া গোপালগঞ্জের আমিনুল ইসলাম সরদার। সরকারি বড় বড় পদে চাকুরি দেওয়ার নামে এ বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয় প্রতারক আমিনুল।
যশোর জেলার মনিরামপুর উপজেলার মোঃ নজরুল ইসলাম জানান, ২০১৯ সালে রুস্তম আলী মারফত আমিনুল ইসলামকে ধাপে ধাপে ২৫ লক্ষ টাকা প্রদান ক করা হয়। বিষয়টি ছিল পার্টনারের ব্যবসা ও চাকরি বড় বড় নেতাদের ছবি দেখিয়ে নাম করে আমাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক আমিনুল ইসলাম।টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সে চাকরি দিতে চেয়েছিল এসেনসিয়াল ড্রাগ কোম্পানি, পুলিশ কনস্টেবল, ব্যাংক ও এন এস আই ডিপার্টমেন্টে। প্রতারক আমিনুল টাকা নিয়েছিল ব্যাংক একাউন্টে ও এস এ পরিবহন ও বিভিন্ন বিকাশ নাম্বারে তার একাধিক মোবাইল নাম্বার থেকে। দীর্ঘ ৩ বছর আমি তার পিছে পিছে ঘুরছি অবশেষে কোন সমাধান না পেয়ে যশোর কোর্টে মামলা করেছি।তারিখ ১৬ /০৬/ ২০২২ মামলাটি সিআইডি তদন্ত করছে। নজরুল ইসলাম জানান, আমি নিঃস্ব। সব হারিয়ে আমি আজ ফকির।আমি মাননীয় প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানাচ্ছি আমি আমার টাকা ফেরত চাই সেই সাথে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দাবি জানাই। আমি সুষ্ঠু বিচার না পাই তাহলে আমি নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে আগুন আত্মহত্যা করব। আমার এই আত্মহত্যার জন্য দায়ী থাকিবে রুস্তম আলি ফকির ও মোঃআমিনুর ইসলাম নজরুল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *