সমাজের আলো : যশোরের মণিরামপুরের রসুলপুর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ও দোকান ঘর ভেঙ্গে দিলেছে একদল সন্ত্রাসী। গত ৭ মে স্থানীয় স্কুল মাঠে এক সভা শেষে তারা হামলা করে অফিস ও দোকান ভাংচুর করেছে। এ ব্যাপারে মন্ত্রীকে অবহিত ও থানায় অভিযোগে দিয়ে কোন লাভ হয়নি। এখন হামলাকারীরা অফিস-দোকান আগুন দিয়ে পুড়িয়ে ও প্রকাশ্য খুন করার হুমকি দিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার প্রেসক্লব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেনে এ অভিযোগ করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
লিখিত বক্তব্যে আব্দুল খালেক জানিয়েছেন, তিনি নিজ বাড়ির পাশে ১৪ দশমিক ২৬ শতাংশ জমি ক্রয় করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ও দোকান ঘর নির্মাণ করেন। গত ৭ মে তার বাড়ির পাশে রসুলপুর স্কুল মাঠে মাইকের আওজ শুনে যেয়ে দেখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্যের্র একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে। মে অথিতিদের আসনে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও জামায়াত নেতা মাস্টার ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন। সভ শেষে তাদের নেতৃত্বে রসুলপুর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যলায় ও দোকান ভাংচুর করে তারা। এব্যাপারে মন্ত্রীকে অবহিত ও থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ফলে হামলাকারীরা এখন তাকে খুন করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে। তিনি অবিলম্বে অবিযোগটি গ্রহন করে হামলাকীদের আটক করে বিচারের আওাতায় আনার দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.